ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

নোয়াখালীতে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ২৯ মে ২০২২

নোয়াখালীর মাইজদীতে জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৮ মে) রাতে শহরের মা ও শিশু হসপিটাল নামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক নারী দুই কন্যাসন্তানের জন্ম দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৮ মে) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে মাইজদী মা ও শিশু হসপিটালে ভর্তি করানো হয়। পরে রাতে সিজারের মাধ্যমে সার্জন ডা. শাহানারা আক্তার লিপির তত্বাবধানে দুই কন্যা সন্তানের জন্ম হয়। দুই শিশুর বুক থেকে কোমর পর্যন্ত অংশটি জোড়া লাগানো। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ও নবজাতকেরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

হাসপাতালের চেয়ারম্যান অসিম কুমার নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া লাগানো জমজ শিশু দুটি হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছে। তারা দুইজন ও মা সুস্থ আছেন। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি