ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুসিক নির্বাচন: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৩০ মে ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক, প্রচারপত্র বিতরণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাত-দিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

নগরীর ছোটরায় রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তব্য রাখেন প্রার্থী আরফানুল হক রিফাত। 

এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ভূইয়া, সাবেক অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুলাহ আল মাহমুদ সহিদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও আদর্শ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েলসহ অনেকে।

নগরীর বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি