ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

চাল মজুদের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৬ জুন ২০২২

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদ ও লাইসেন্স নবায়ন না করায় ৩ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৫ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত জেলা খাদ্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির ও বেগমগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রবীর কুমার মণ্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে অতিরিক্ত চাল মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় পণ্য নিয়ন্ত্রণ আইনে মেসার্স সরু ট্রেডার্সকে এক লাখ টাকা, মেসার্স আমেনা ট্রেডার্সকে এক লাখ এবং মেসার্স মোহাম্মদ উল্যাকে ৫০ হাজারসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি