ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

আরও চারটি কেমিক্যালের কনটেইনার চিহ্নিত: সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৬ জুন ২০২২

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের পর রাসায়নিক পদার্থ থাকা আরও চারটি কনটেইনার চিহ্নিত করা হয়েছে। সেগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

সোমবার (৬ জুন) দুপুর ১২টায় ডিপোর গেটে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় সেনাবাহিনী। 

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, "ডিপোতে থাকা চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে।"

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪৬ জন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার প্রায় ৪০ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনার দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া বেরোচ্ছে বেশ কয়েকটি কনটেইনার থেকে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি