ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

৪৯ নয়, মৃতের সংখ্যা ৪১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৬ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪১ বলে জানানো হয়েছে। এর আগে এই সংখ্যা ৪৯ জন বলা হয়েছিল। সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

শামীম আহসান জানান, একই মরদেহ একাধিকবার গণনা করায় মৃতের সংখ্যা বেশি হয়েছিল। এছাড়া একাধিক হাসপাতালে লাশ থাকাতেও গণনায় ভুল হয়েছিল। তারা মোট ৪১টি মরদেহ পেয়েছেন।

রোববার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনার স্থান থেকে চমেক হাসপাতালে ৪১ জনের লাশ আনা হয়। সেগুলোর মধ্যে বেলা ৩টা পর্যন্ত ২৬ জনের লাশ শনাক্ত করা হয়। এর মধ্যে ২২ জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি