ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারী বর্ষণে ডুবল বাসাবাড়ি, বিদুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২০ জুন ২০২২

বৃষ্টির পানিতে বিল্ডিংয়ের নিচতলায় জমেছে হাঁটু পানি। সিঁড়ির পাশেই ছিল আইপিএস সংযোগ। পানিতে ডুবে থাকা সেই আইপিএস বন্ধ করতে গিয়েই বিদ্যুতের জালে আটকে যান বাসার কেয়ারটেকার। আর তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের ফাঁদে পড়েন বাসা মালিকের গাড়ির চালক।

সোমবার (২০ জুন) সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জে খান হাউজের নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রথমজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দ্বিতীয়জন হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

নিহতরা হলেন- বাড়ির কেয়ার টেকার আবু তাহের ও গাড়ির চালক হোসেন। 

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউজের নিচতলায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা সেই আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, সকালে কাতালগঞ্জে বাসার নিচে জলাবদ্ধতার কারণে আইপিএসে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভারের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালে রাখা আছে।

এদিকে, রোববার রাতে তুমুল বৃষ্টির সাথে জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর অধিককাংশ এলাকা পানিতে তলিয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি