ঢাকা, বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩

বরিশালের বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ২৩ জুন ২০২২

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বরিশালের বিভিন্ন খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ধরার ফাঁদ জব্দ করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজার সংলগ্ন খালের মধ্যে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন স্থানীয় এক প্রভাবশালী।

খবর পেয়ে বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন অভিযান পরিচাল করেন। এ সময় বাঁধের বাঁশ ও মাছ ধরার অবৈধ চাই জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যারা।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি