ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শিক্ষককে পেটানোয় ছাত্র জিতুর বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ২৭ জুন ২০২২

সাভার আশুলিয়ায় কলেজ শিক্ষককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটানোর ঘটনায় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আহসান জিতুর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর ভাই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই জিতু স্কুলের ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। এই বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকার সর্তক করলে এরই জের ধরে গত শনিবার দুপুরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ওই শিক্ষককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি বেধম প্রহার করে মারাত্মক আহত করে। 

এরপর এনাম মেডিক্যাল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ সোমবার সকাল ৬টায় আহত শিক্ষককের মৃত্যু হয়েছে।

মুঠোফোনে পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের একজন শিক্ষককের মাথায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করে ওই কলেজের দশম শ্রেণীর এক ছাত্র।  আজ সোমবার সকাল ৬ ঘটিকার সময় সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি