ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নাসিমা জাহান বিনতী 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৫০, ২৮ জুন ২০২২

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন এবং তারুণ্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখায় নাজাবি গ্রুপের চেয়ারম্যান ও ব্লু সোলুশনসের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা জাহান বিজলী (বিনতী) ‘গ্লোবাল ইয়ুথ এন্ট্রারপ্রেনারশীপ অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেছেন।

সম্প্রতি গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান থাইল্যান্ড আর্মি ক্লাবে অনুষ্ঠিত হয়। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড নাসিমা জাহান বিনতীর হাতে তুলে দেন।  

এসময় নাসিমা জাহান বিজলী (বিনতী) বলেন, “ উদ্যোক্তা একটি বড় দায়িত্ব, একটি চলমান প্রক্রিয়া। এই অ্যাওয়ার্ড আমাকে অনুপ্রাণিত করবে তরুণ উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে এবং দায়িত্বশীল তরুণদের নিয়ে কাজ করতে। আশা করি, দেশের উন্নয়নে আমার এ প্রচেষ্টা আরও বেগবান হবে।”

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী ড. কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আফিনিতা চাইচানা উপস্থিত ছিলেন।

৩২টি দেশ জিওয়াইপির সদস্যসহ এতে ৩০০ জনেরও বেশি মানুষ অংশ নেন। 

ব্যবসায়িক জীবনে নাসিমা জাহান বিজলী (বিনতী) অটোমোবাইল, ইলেকট্রনিক্স, আইটি ব্যবসার সাথে জড়িত আছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি