ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

হিলিতে মাদকসহ ২ যুবক আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ৮ জুলাই ২০২২

ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন করে ফেয়ারডিল নামের মাদক সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে। দিনাজপুরের হিলিতে ৩৪ বোতল ফেয়ারডিলসহ শিবলু আকতার (১৯) ও বাধন সরকার (২৩) নামের দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার দুপুরে হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত শিবলু হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও বাধন একই এলাকার মোনার ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ি ইনচার্জ কায়কোবাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় সীমান্ত অতিক্রম করে দেশে মাদক নিয়ে একটি চোরাকারবারী দল প্রবেশ করবে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সতর্কবস্থানে ছিল হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। ঠিক নামাজ শেষের আগ মুহুর্তে দুই যুবক একটি বস্তা নিয়ে দৌড় দিলে দায়িত্বরত পুলিশ সদস্য ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে ৩৪ বোতল ফেয়ারডিল নামের নতুন মাদক উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক পার্বতীপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি