ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

লোডশেডিংয়ে নাজেহাল উত্তরের জনপদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৮ জুলাই ২০২২

বিদ্যুতের লোডশেডিংয়ে নাজেহাল দেশের উত্তরের জেলাগুলো। বিরুপ প্রভাব পড়েছে জীবনযাত্রা ও অর্থনীতিতে। শিল্প-কলকারখানায় চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন।

রাজশাহী বিভাগের আট জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ৪২১ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩৭৮ মেগাওয়াট। যার প্রভাব পড়েছে শিল্প-কলকারখানা ও হিমাগারে। বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা।

নওগাঁয় সবচে বেশি ক্ষতির মুখে চালকলসহ ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান। দিনে-রাতে ৫ থেকে ৭ বার হচ্ছে লোডশেডিং। দোকান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই নাজেহাল মানুষ।

বিদ্যুতের এই আসা-যাওয়ায় ব্যহত রংপুরের জনজীবন। ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘণ্টা। ফলে বড় ধরণের ক্ষতির মুখে দোকানপাট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান।

৫০ থেকে ৬০ ভাগ বিদ্যুত সরবরাহ মিলছে না দিনাজপুরে। লোডশেডিং আর গরমে অতীষ্ট জনজীবন। শিল্পকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন।

এদিকে কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটে উৎপাদন কম হওয়ায় জাতীয় গ্রিড থেকেও সরবরাহ কমানো হয়েছে। সক্ষমতা ৫২৫ মেগাওয়াট থাকলেও একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে উৎপাদন হচ্ছে ৩শ মেগাওয়াট।

ঘাটতি পূরণে পর্যায়ক্রমে লোডশেডিংয়েরও ইঙ্গিত দেন এই কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি