ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বানে ভেসেছে হাওর অঞ্চলের ঈদ আনন্দ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বন্যায় ভেসে গেছে হাওরের ঈদ আনন্দ। কোরবানি দেওয়াতো দূরের কথা এখনো অনেকেরই দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। বাড়ি ফেরার অপেক্ষায় তারা। আর ফিরতে পারলেই শান্তি ফিরবে মনে। 

এবার পানিবন্দি অবস্থায় ঈদ উদযাপন করছে সিলেটবাসি। প্রায় ১৫ হাজার মানুষের ঈদ কাটছে আশ্রয়কেন্দ্রে। বানের পানিতে ভেসে গেছে তাদের ঈদ আনন্দ। এখন অপেক্ষা বাড়ি ফেরার। 

সরকারি হিসেব অনুযায়ী শনিবার (৯ জুলাই) পর্যন্ত সিলেটে মোট ২৬৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ২০ হাজার ১২৫ জন। এবারের বন্যায় এই জেলায় ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩ জন।  বন্যায় মোট ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৪০ হাজার ৯১টি। 

সরকারি হিসেবে এই পরিসংখ্যান হলেও বাস্তবের চিত্র আরো করুণ। আশ্রয়কেন্দ্র ছাড়াও আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন কয়েক হাজার মানুষ।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো বন্যার পানি নেমে যায়নি। তলিয়ে আছে রাস্তাঘাট। চরম দুর্ভোগে রয়েছেন লক্ষাধিক মানুষ।

সুনামগঞ্জে মানুষ ঘরে ফিরলেও ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের ব্যস্ততা। কোরবানিতো দূরের কথা অনেকের ঘরেই জ্বলবে না চুলা। ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছে অনেক পরিবার।

ঈদের আমেজ নেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বিনোটিয়া, মাজ্জান, ব্রাক্ষ্মনগ্রামে নদী ভাঙনে সর্বস্ব হারানোদের মাঝেও।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি