ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

স্বামীকে খুন করে থানায় হাজির স্ত্রী!

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ২২ জুলাই ২০২২

নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করে থানায় গিয়ে হত্যার দায় স্বীকারপূর্বক আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম (৩২) নামে এক নারী। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিকে, শুক্রবার দুপুরে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানানোর কথা শোনা গেলেও পুলিশ বলছে, তারাই অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছেন।

নিহত মোফাজ্জল প্রধান (৩৮) খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। আর অভিযুক্ত স্ত্রী ঝুনু বেগম (৩২) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে। তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে মাহিন প্রধান নামে ১৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে স্ত্রীর কাছে টাকা চায় মোফাজ্জল প্রধান। স্ত্রী ঝুনু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সাবল নিয়ে এসে স্ত্রীর ওপর আক্রমণ করতে চায়। এসময় ঝুনু বেগম তার কাছ থেকে সাবল ছিনিয়ে নিয়ে স্বামীকেই সাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোফাজ্জল প্রধানের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি