ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টুটুলের প্রথম স্ত্রী তানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৮ জুলাই ২০২২

সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ হয়েছে। ২০২১ সালে এই বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন গোপনই ছিল। সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেলে সামনে আসে তাদেরর বিচ্ছেদের খবর। 

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তার নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন সাবেক স্ত্রী তানিয়া।  

এ নিয়ে তানিয়া আহমেদ বলেন, “খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল।”

বিচ্ছেদ নিয়ে তানিয়া বলেন, “সে (টুটুল) গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।”

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

জানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।

টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই বিয়ে করেছেন তারা। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি