ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অস্ত্র-গুলিসহ মাদক সম্রাট আমানত গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৮, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ মাদক সম্রাট ও অস্ত্র কারবারি আমানত উল্লাহ বাচা (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। এসময়ে উদ্ধার করা হয়েছে ৪টি অস্ত্র। এর মধ্যে ৩টি পিস্তল, ১টি থ্রী কোয়ার্টার অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ রয়েছে।

শনিবার (২৩ জুলাই) এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে আরও ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।

আমানত উল্লাহ উপজেলার কচুয়ায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছৈয়দ বৈদ্যের ছেলে।

জানা গেছে, আমানত উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক করবারির পাশাপাশি অস্ত্র ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ৭-৮টি মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, মাদক সম্রাট বাচার নেতৃত্বে দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা দিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় ছোলাই মদ পাচার করা হতো।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি