ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

নিখোঁজের তিনদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার, ভাবিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২৮ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর বালুর নীচ থেকে হুমায়রা (৭) নামের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হুমায়রা ওই গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ভাবি বৈশাখির সাথে পাশের নয়াগাঁও গ্রামে বেড়াতে যায় হুমায়রা। তারপর থেকেই নিখোঁজ হয় শিশুটি। 

বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে হুমায়রাকে হত্যার পর সোনিয়া কোম্পানির বালুর নিজে পুঁতে রাখে দুর্বৃত্তরা। এলাকার লোকজন গরুর ঘাস কাটতে গিয়ে হুমায়রার লাশ দেখে পুলিশে খবর দেয়। 

সোনারগাঁ থানার অফিসারর্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ৩ দিন পর নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তিনজনকে আটক করা হয়েছে। 

হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি