ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

হাতিয়ায় ইলিশের বাজারে লোডশেডিংয়ের চাপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৭ আগস্ট ২০২২

সাগর ও মেঘনা নদীতে প্রচুর ইলিশ পেয়ে খুশি হাতিয়ার জেলেরা। তবে লোডশেডিংয়ে উৎপাদন ব্যহত হওয়ায় বরফ সংকটে গভীর সমুদ্রে যেতে পারছে না অনেক নৌকা। ব্যহত ইলিশ মজুদও।

ইলিশ শিকারে নেমেছে এখানকার ৫৮টি মৎস্যঘাটের দশ হাজার নৌকা। বড় নৌকায় ধরা পড়ছে ৮০ থেকে ১শ মণ ইলিশ। চেয়ারম্যানঘাটের একশ আড়তে বাছাইশেষে আকার ভেদে দাম ধরা হয়। এরপর সড়ক ও নৌ-পথে ঝুড়িভর্তি মাছগুলো ঢাকা ও চট্টগ্রামসহ বড় আড়ৎগুলোতে পাঠান আড়ৎদাররা।

চেয়ারম্যানঘাটেই দিনে বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার মণ ইলিশ।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মোহাম্মদ আবু তাহের বাদল বলেন, ‘‘ লোডশেডিংয়ের কারণে বরফের উৎপাদন কমে যাওয়ায় মাছের মজুত করা সম্ভব হচ্ছে না, মাছ বিভিন্ন জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে না। এই সমস্যায় আমরা এখন জর্জরিত।’’

পুরো মৌসুমেই এতো বেশি মাছ পেলে দাদনের টাকা দ্রুত পরিশোধের পরও লাভ হবে বলে জানান জেলেরা। তবে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তারা সংকটে পড়েছেন জানান। 

চেয়ারম্যানঘাটের দুটি বরফকলে নির্ভরশীল ভোলা, মনপুরা, সন্দ্বীপসহ আশেপাশের দ্বীপের জেলে ও আড়ৎদাররা। তাই লোডশেডিং কমানোর দাবি তাদের।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি