ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

টানা ১২ দিন ধরে কর্মবিরতিতে চা শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২০ আগস্ট ২০২২ | আপডেট: ১০:২৬, ২০ আগস্ট ২০২২

মজুরি বাড়ানোর দাবিতে দেশের চা বাগানগুলোতে টানা ১২ দিন ধরে কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। 

শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া, আমরইলছড়া, শমশের নগরের আলিনগর চা বাগানসহ বিভিন্ন বাগানে নায্য মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল চলছে। 

১২ দিনের কর্মসূচির মধ্যে ৪ দিন দুইঘন্টা করে কর্মবিরতি ও গত ৮ দিন ধরে টানা কর্মবিরতি চলছে। এতে চা বাগানে নষ্ট হচ্ছে কাচা পাতি। 

ধর্মঘট না তুলে নিলে আগামী সাপ্তাহে কোন মজুরি পাবেন না শ্রমিকরা। কাজ না করলে মিলবে না রেশনও। 

চা বাগান মালিকরা জানিয়েছেন, কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১২ কোটি টাকার চা ও রাবার নষ্ট হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকার চা নষ্ট হয়ে গেছে।

মজুরি বৃদ্ধির প্রস্তাবে মালিক পক্ষের কোনো সিদ্ধান্ত না পেয়ে ৯-১২ আগস্ট টানা চারদিন দুই ঘণ্টা করে ধর্মঘট পালন করে চা শ্রমিকরা। তারপর ১৩ আগস্ট থেকে বাংলাদেশের সব চাবাগানে শুরু হয় শ্রমিকদের অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি