ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ২১ আগস্ট ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মাহবুবুর রহমান পারভেজের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল তিনটায় নিখোঁজের তিন ঘন্টা পর সমুদ্র সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মৃত পারভেজ কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। সে ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার বন্ধু রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সান ফ্লাওয়ারের রুম ভাড়া নেন। দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যায় পারভেজ ও তার বন্ধু আমির। তাৎক্ষণিক পাশে থাকা অপর তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় পারভেজ।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি