ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মেট্রোরেলের একাদশ চালানে ইঞ্জিন-বগি এলো মোংলায়

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৮, ২২ আগস্ট ২০২২

মেট্রোরেলের একাদশ চালানে ৮টি বগি ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। 

সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ এমভি হোসি ক্রাউন এসব পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। 

গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। 

দুপুর নাগাদ জাহাজটি হতে কোচ, ইঞ্জিন ও মেশিনারী মালামাল নামানোর কাজ শুরু করা হবে। 

এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। আর পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। 

মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি