ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২৩ আগস্ট ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট ভোরে উপজেলার দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন।

মৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে আব্দুল হামিক (৩২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক আলী (২৩) ও কনস্টেবল ওমর ফারুক।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “ভোর ৪টার দিকে উপজেলার বর্মচারী এলাকার দিনাজপুর-গবিন্দগঞ্জ সড়কে ঢাকা থেকে দিনাজপুরগামী এস আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনার পর ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে ভোর ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালামাল বোঝাই একটি ট্রাক চাপায় ঘোড়াঘাট থানার কনস্টেবল ওমর ফারুক প্রাণ হারান।

ফুলবাড়ী থানার ওসি আবু হাসান কবির বলেন, দিনাজপুর-গবিন্দগঞ্জ সড়কে টহল দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ওমর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকচালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি