ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

রাজশাহীতে কোয়ান্টামের লাশবাহী অ্যাম্বুলেন্স চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৩১ আগস্ট ২০২২

রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের হটলাইন নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। স্বল্প ভাড়ায় দিতে যে কেউ এই সেবা নিতে পারবে।
তবে অস্বচ্ছলদেরকে বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের অভাব ছিল। সেটি আজকে পুরুণ হলো। এই অ্যাম্বুলেন্স থেকে রাজশাহী অঞ্চলের অনেক মানুষ সেবা পাবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি