ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ২০ সেপ্টেম্বর ২০২২

বিরূপ আবহাওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সোনার চর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৬ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজলোর কোড়ালীয়া গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক জাফর মাঝি জানান, সাগরে হঠাৎ ঢেউয়ের তোড়ে মাছ শিকাররত অবস্থায় তাদের ট্রলারটি ডুবে যায়। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ট্রলারটি সাগরে নিমজ্জিত অবস্থায় থাকলেও সকল জেলেকে উদ্ধার হয়েছে বলে জানান তিনি।

এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গতকাল থেকেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরার ট্রলার।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি