ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় মারা গেছে তা সাথে থাকা গরুটিও।

সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম চরবাটা এলাকার শীবচরণ গ্রামের এ ঘটনা ঘটে। 

নিহত সবিতা রানী দাস ওই গ্রামের পবিত্র দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর কিছুক্ষণ পর থেকে ভারিবর্ষণ শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান সবিতা। গরু নিয়ে আসার পথে মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে সবিতা ও তার সঙ্গে থাকা গরুটি মারা যায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি