ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

সাগরে ধরা পড়লো ৩ মণ ওজনের ৩টি পাখি মাছ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২২

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের ৩টি পাখি মাছ। যার বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিস’। 

রোববার রাতে কুয়াকাটা থেকে দক্ষিণে আনুমানিক ২০ কি.মি. দূরত্বে সাগরে মাছ ৩টি ধরা পড়ে। পরে সোমবার বিকেলে মাছগুলো মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় মাছ ৩টি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 

উপকূলের মানুষের মাঝে এই মাছের চাহিদা না থাকায় মাছগুলো ঢাকায় চালান করার উদ্দেশ্যে জনৈক মৎস্য ব্যবসায়ী ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন। 

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধরণত গভীর সাগরে বিচরণ করে। মাছগুলো খুবই দ্রুতগামী।
কেআই//
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি