ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লক্ষ্মীপুরে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। নিহত আলাউদ্দিন একই এলাকার সাদেক পাটওয়ারীর ছেলে ও বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে ঘটনাস্থলে যুবলীগ নেতা আলাউদ্দিন মুঠোফোনে কথা বলছিলেন। দুর্বৃত্তরা ওই সময় পাশের বাগানে অন্ধকারে ওৎ পেতে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে এলাপাতাড়ী গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার বুকে ও কানে গুলি লাগে।

পরে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহতের চাচা জামাল হোসেন ও ভাই বাবলু বলেন, সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ী গুলি করে হত্যা করেছে। তার কানে ও পেটে গুলির চিহ্ন রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন তারা।

এদিকে, ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

এসময় এমপি নুরউদ্দিন চৌধুরী বলেন, বিএনপির সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত, স্থানীয় বিএনপি নেতাদের গত কয়েকদিনের উস্কানিমূলক বক্তব্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান আওয়ামী লীগের এ নেতা।

লক্ষ্মীপুর পুলিশ সুপার বলেন, গুলিবিদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষনিক হাসপাতালে এসেছি, নিহতের শরীরের কিছু দাগের চিহ্ন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশের এ কর্মকর্তা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি