ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কিশোরগ্যাংয়ের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, একজনকে ছুরিকাঘাত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ১৩ অক্টোবর ২০২২

কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শাহাদাত হোসেন নামে এক তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শহরের লিল্লাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পাশেই জেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল।

আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত শাহাদাত হোসেন লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। আটক সুজন পৌর এলাকার বাসিন্দা মোঃ খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে শহরের এন আহাম্মদিয়া স্কুল মাঠে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের সামনে চার-পাঁচজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে শাহাদাতকে কুপিয়ে জখম করা হয়। 

অন্য ৩ জন আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

এদিকে জেলা শ্রমিকলীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী বলেন, অনুষ্ঠানের বাহিরে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে তা জানিনা। আহত বা হামলাকারী কেউ শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

লক্ষ্মপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন জানান, কথা-কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি