ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইয়াবা রাখার দায়ে নারীর যাবজ্জীবন সাজা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে ৫ হাজার ৮৫০ পিচ ইয়াবা রাখার দায়ে ইয়াসমিন আক্তার কলি (৩৬) নামে এক নারী মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে ওই নারী জামিনে মুক্ত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন চট্টগ্রামের হাটহাজারী থানার ছোট কাঞ্চনপুর গ্রামের আবুল বশরের মেয়ে। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আদালতে উপস্থিত তার স্বজনেরা।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৮ জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের পালের বাড়ি ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াসমিন আক্তারকে ৫ হাজার ৮৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে নোয়াখালীর র‌্যাব-১১। 

ওইদিন র‌্যাব-১১’র নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন বাদি হয়ে রামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াসমিনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। 

গত ১১ ফেব্রুয়ারি রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন মাদক মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে ইয়াসমিন আক্তার কলিকে অভিযুক্ত করা হয়।

জেলা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি ইয়াসমিনকে দোষী সাবস্ত করে এ রায় দিয়েছেন। 

তিনি আর জানান, এ প্রথম লক্ষ্মীপুর আদালতে মাদক মামলায় কোন নারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি