ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৮, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রোববার সকালে আমবাগান থেকে এক ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বদরুল ইসলাম (৩৫)।

পরিবারের স্বজনেরা জানান, উপজেলার চাপোর উত্তর মালঞ্চা গ্রামের শফিজুল ইসলামের ছেলে বদরুল ইসলাম শনিবার রাতে বাড়ি থেকে বরে হয়ে আর ফিরেননি। এরপর তার পরিবারের স্বজনেরা রাতে একাধিকার ফোন করলেও তিনি ফোনটি ধরেননি। রাত পোহালে পরিবারের স্বজনেরা জানতে পারেন পার্শ্ববর্তী এলাকায় একটি আম বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

স্বজনদের দাবি কিছুদিন আগেই উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বদরুলকে  হত্যার হুমকি দিয়েছিল । এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীর ফাঁসি চান তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম। খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত শুরু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি