ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বেগমগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৯

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ৩ নভেম্বর ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে বাস-পিকআপ সংঘর্ষে আলাউদ্দিন (১৮) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন নোয়াখালীর হাতিয়া উপজেলার মেকপাশান গ্রামের মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌরাস্তা থেকে ইট বহনকারী একটি মিনি পিকআপ মাইজদীর উদ্দেশ্যে রওনা হয়। পিকআপের পেছনে জননী পরিবহনের একটি বাসও একই গতিতে যাওয়ার সময় হঠাৎ পিকআপটি ব্রেক করলে পেছন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এসময় পিকআপে থাকা ইটভাটা শ্রমিক আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন এবং বাস ও পিকআপের ড্রাইভারসহ ৯ জন আহত হন। 

আহতরা সবাইকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাস ও মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি