ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মাহফিল শেষে ফেরার পথে দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বরগুনার বেতাগী উপজেলায় মাহফিল শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার খাঁনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া তিন কিশোরের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি এখনো। এদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

নিহত দুজন হলো- বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি (১৬)। অপর কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৪ বছর।

বেতাগী থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনার মোকামিয়া দরবার শরিফের মাহফিলে আসে রাব্বি, আরাফাতসহ তিনজন। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এতে তিন কিশোরই মারা যায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি