ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৬, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ২০ তারিখ থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ-২০২২। আসন্ন এই ফুটবল বিশ্বকাপকে সামনে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। বাংলাদেশেও যা বেশি বৈ কম না। তারই অংশ হিসেবে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে মোহাম্মদ মুসা নামে (১৬) নামের এক কিশোরের।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়ায় ঘটে এমন ঘটনা। 

নিহত কিশোর মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার জানান, ফুটবল বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে পতাকা টাঙাতে গিয়ে ৩ তলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি