ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

গাজীপুরে ছুরিকাঘাতে সৌদি প্রবাসী খুন, আহত ৫

গাজীপুর প্রতিনিধিন

প্রকাশিত : ১৯:৪১, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ায় মোবারক হোসেন নামে এক সৌদি আরব প্রবাসীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ নভেম্বর) সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত মোবারক হোসেন কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, প্রতিবেশী আ. লতিফের বাঁশঝাড়ের কিছু বাঁশ বাড়ির চালে হেলে পড়লে মোবারক হোসেন তার ছোট ভাই আলমকে সঙ্গে নিয়ে সেই বাঁশগুলো কাটতে উদ্যত হন। খবর পেয়ে প্রতিবেশী আ. লতিফ তার দুই পুত্র রফিকুল ও হাদিউলসহ লাঠিসোঠা নিয়ে তাদের বাঁশবাগানে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে যায়।

এক পর্যায়ে পরস্পরের এলোপাতাড়ি মারপিটে উভয় পক্ষের মোট ছয় জন কমবেশি আহত হন। এর মধ্যে সৌদি প্রবাসী মোবারক হোসেন ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি