ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৫ ডিসেম্বর ২০২২

অপহরণের তিনদিন পর দিনাজপুরের খানসামা থেকে আরিফুজ্জমান নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা মোবাইল ফোনের সূত্র ধরে শরিফুল ইসলাম নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ। 

জিঙ্গাসাবাদের তার দেওয়া তথ্য মতে রোববার দিনগত রাত ১২টায় প্রতিবেশী সালামের আঙিনায় পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুজ্জামান খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাক্তারপাড়ার আতিউর রহমানের ছেলে। সে চেহেলগাজী কিন্ডার গার্ডেন স্কুলে ২য় শ্রেণিতে পড়ালেখা করতো। 

শুক্রবার বিকালে মাঠে খেলতে গিয়ে অপহরণের শিকার হয়েছিল শিশুটি। ওই দিন রাত ৮টার দিকে শিশুর বাবার মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে অপহরণকারী। এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করেন শিশুর পিতা।

মোবাইল নম্বরের সূত্র ধরে গোয়ালডিহী বিএম কলেজের কম্পিউটার ট্রেডের ছাত্র শরিফুল ইসলামকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রোববার রাত ১২টার দিকে পাকেরহাটের  চাল কলের পাশে আব্দুস সালামের বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে বস্তাবন্দি অবস্হায় অপহৃত শিশু আরিফুজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ।

 আজ সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি