ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:২৯, ১২ ডিসেম্বর ২০২২

অবৈধপথে ভারতে গিয়ে আটক হওয়ার এক বছর পর দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবক।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা যুবকরা হলেন মুন্না খান (৫৩), আরিফুল ইসলাম (১৯), তোফায়েল আহম্মেদ (৩৪), হুমায়ুন কবির (২৮) আরিফুল হক (৩০), আল আমীন (৩০) ও মোকসেদ আলী (৩৩)। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নরসিংদি ও ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রান্তে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে চেন্নাই পুলিশের হাতে তারা আটক হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে এক বছরের সাজা দেওয়া হয়। পরে পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠায়। 

হস্থান্তরের পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন ভারত ফেরত ৭ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। অফিসিয়াল কার্যক্রম শেষে তাদেরকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে। 

সংস্থাটি তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি