ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৩, ১৩ ডিসেম্বর ২০২২

গাজীপু‌রের মৌচাকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এসময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকারে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার শ্রমিকেরা। 

এসময় পুলিশ-শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার‌সেল নি‌ক্ষেপ ক‌রে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ সহ কয়েকজন শ্রমিক আহত হন।

পু‌লিশ জানায়, সকালে মৌচাকের নিউলাইন ‌ক্লো‌থিং লি‌মি‌টেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে শ্রমিক‌দের মহাসড়ক থে‌কে স‌রি‌য়ে নেয়ার চেষ্টা কর‌লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মাঝে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ক‌য়েক রাউন্ড টিয়ার‌সেল নি‌ক্ষেপ ক‌রে। 

পরে সকাল ১০টার দি‌কে মহাসড়ক থে‌কে শ্রমিকার স‌রে গে‌লে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়। কারখানা এলাকা ও  মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি