ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১৯ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। 

চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইসলাম নগর এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বনবিভাগ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বনশ্রী আবাসন প্রকল্প এলাকার মৃত মোস্তফিজুর রহমানের ছেলে। 

চকরিয়ার নলবিলা বনবিট কর্মকর্তা অবনী কুমার জানান, রোববার সন্ধ্যার পর দুটি বন্য হাতি খাবারের সন্ধানে সড়কের কাছাকাছি কলাবাগানে চলে এলে বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। রাত ১০টার দিকে সাইফুলকে পাহাড়ী এলাকার দিকে যেতে দেখলে স্থানীয়রা হাতির কথা বলে তাকে সতর্ক করেন। 

পরে আজ সকালে ঘটনাস্থলে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাতির পায়ে পিষ্ট হওয়া এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি