ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, স্বামী-মেয়ে আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ২৩ জানুয়ারি ২০২৩

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষিকা মোছাঃ শামীমা ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি খাতুন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

শামীমা খাতুন করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের স্ত্রী। 

করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আলম হুসাইন বলেন, শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি মোটরসাইকেলযোগে করমদী থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। এ সময় তারা পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি ভর্তি একটি ড্রাম টাক পেছন থেকে ধাক্কা দিলে শামীমা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। 

এসময় ট্রাকটি শামীমা ইসলামের মাথার উপর দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ড্রামট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে চালক ও ড্রাম ট্রাকটি সনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি