ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফেলে যাওয়া ব্যাগে মিললো কোটি টাকার স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ২৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রীজের উপর থেকে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায়। 

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ানন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারী সদস্যরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে। এর ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়েই স্বর্ণ পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। 

পরে ব্যাগ তল্লাশি করে কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১শ’ ৬২ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি