ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মাটির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোড গ্রামের ভুল্লী নদীতে পাথর কুড়াতে গিয়ে মাটিতে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আখিঁ (১০)। নিহত আঁখি বাংরোড গ্রামের নছিমন চালক আনোয়ার হোসেনের মেয়ে।

এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, মঙ্গলবার সকালে এলাকায় নদী খননের কাজ চলছিল। এসময় গ্রামের আঁখি ও তার বোনসহ একদল শিশু-কিশোর নদীতে পাথর কুড়াতে যায়। এসময় নদীর তীর ভেঙ্গে পড়লে মাটির নিচে চাপা পড়ে আঁখি মারা যায়। পরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ভূল্লী থানার ওসি এস এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি