ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

সাত দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। রোববার সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স নোয়াখালী জেলা শাখার ব্যানারে এ স্মারকলিপি প্রদান করা হয়।  

১৯৯৭ সালের সুপারিশ বাস্তবায়ন, আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন, বেতন বৈষম্য দুরকরণ, ডিপ্লোমা ইন্সিটিউটের ছাত্র-শিক্ষকদের মধ্যেকার সমস্যা সমাধান, শিক্ষক নিয়োগসহ ৭ দফা দাবি তুলে ধরা হয় ওই স্মারকলিপিতে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে নোয়াখালীর বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত এবং ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্বরে অবস্থান করে। পরে সেখান থেকে ৫-৬ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি