ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজবাড়ী হয়ে ভাঙ্গায় ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:০৬, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

স্বপ্নের পদ্মাসেতুতে ট্রেন উঠবে, পার হবে প্রমত্তা পদ্মা। এবার সত্যি হলো স্বপ্ন। আজ মঙ্গলবার দুপুরে ‘পদ্মা স্পেশাল ট্রয়াল ট্রেন’ পরীক্ষামূলকভাবে পদ্মাসেতু পার হবে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম বলেন, এই ট্রেনে ৭টি কোচ রয়েছে। বর্তমানে যাত্রী হিসেবে রয়েছে বাংলাদেশ রেলওয়ের ঊদ্ধর্তন কর্মকর্তারা। রাতে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলষ্টেশনে অবস্থান করবে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটি পদ্মাসেতু দিয়ে মাওয়া ঘাটে যাবে।

এমন একটি ঘটনার স্মরণীয় ট্রেনের প্রথম চালক হতে পেরে তিনি আনন্দিত ও পুলকিত।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্বয় দত্ত বলেন, সৈয়দপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ‘পদ্মা স্পেশাল ট্রয়াল ট্রেন’টি রাজবাড়ী রেলস্টেশনে আসে এবং ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি