ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮, ২৪ এপ্রিল ২০২৩

নেত্রকোনায় মাছবাহী পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হচ্ছেন বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের সিএনজি যাত্রী তুলসী দাসের ছেলে হারাধন দাস (৪০) এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজন মারা যান।

মডেল থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, পিকআপসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি