ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১১ মে ২০২৩ | আপডেট: ১৪:৪৫, ১১ মে ২০২৩

Ekushey Television Ltd.

বরগুনা জেলার আমতলী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক ও এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী-তালতলী সড়কের তারিকাটা স্কুল সংলগ্ন এলাকায় ট্রলি উল্টে ট্রলির চালক সুলতান মুন্সি (৫০) নামের এক কৃষক মারা যান। 

তার বাড়ি তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামে। আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে সুলতানের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, আমতলী-পটুয়াখালী সড়কের আকনবাড়ী এলাকায় আজ ভোররাতে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারী (৫০) নিহত হয়েছেন। 

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি