ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ১৭ মে ২০২৩

ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বালিকাকে ধর্ষণের অভিযোগে এজাহারভূক্ত প্রধান আসামি মোঃ সাকিলকে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশালে র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে:কর্ণেল মাহামুদুল হাসান। 

তিনি জানান, মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মোঃ সাকিলকে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠী ১নং ওয়ার্ডের বাসিন্দা ১২ বছরের মেয়ে খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এসময়ে ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুর ছেলে সাকিল তাকে অনুসরণ করে। পথিমধ্যে রাজাপুর বাইপাস মোড় থেকে তুলে নিয়ে মুখে গামছা বেধে সাবু হাওলাদারের বাগানে ধর্ষণ করে পলিয়ে যায়। 

পরবর্তীতে ভিকটিমের পিতা সাকিল (২২)কে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি