ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামপালে তক্ষকসহ আটক ৪ প্রতারকের ৬ মাসের দন্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৪, ৩১ মে ২০২৩

Ekushey Television Ltd.

বাগেরহাটের রামপালে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদেরকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৩১ মে) দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে রামপাল উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে তক্ষকসহ ওই চার প্রতারককে আটক করে পুলিশ।  

দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, খু্লনা     জেলার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)। আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ চার
প্রতারককে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি