ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

প্রেমে ছ্যাকা খেয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ১১ জুন ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুঃখে মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে গোসল করে নিলেন আহাদ আলী (২০) নামের এক যুবক। 

শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙ্গে পড়েন। রাগে, ক্ষোভে, দুঃখে ও অভিমান করে তিনি আত্মহনন না করে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। 

পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি নিজ বাড়িতে দুধ মাথায় ঢেলে গোসল করেন।

যুবক আহাদ আলী জানান, প্রেম-ভালোবাসা করে অকারণে সময় ও অর্থ নষ্ট করার কোন দরকার নেই। এতে জীবনহানির ঘটনাও ঘটে যেতে পারে। বন্ধুদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে ঝামেলাহীন সুন্দর সময় পার করতে চান তিনি।

এদিকে আহাদ আলী দুধ দিয়ে গোসল করায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি