ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ১৮১৫ চাষীকে বিনামুল্যে ধান-বীজ-সার বিতরণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮, ১৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বেনাপোলের শার্শা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৮১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামুল্যে গ্রীস্মকালীন পেঁয়াজ-ধান-বীজ-সার বিতরণের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলার অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কৃষ্ণ মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে এক হাজার ৬৬৫ জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ ও দুই কেজি সার দেওয়া হয়। ১৫০ জন কৃষককে এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি সার, এক বাণ্ডিল পলিথিন, সুতলি ও প্রণোদনার অর্থ দেওয়া হয়। 

এসময় সকল কৃষকের মধ্যে সুষ্ঠু ভাবে সার ও বীজ বণ্টনের নির্দেশনা দেন এমপি শেখ আফিল উদ্দিন।

তিনি বলেন, কৃষি বান্ধব সরকার শেখ হাসিনা কৃষকের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ সহ কাজ করে যাচ্ছে। চাষীদেরকে স্মার্ট কৃষক হিসেবে গড়ে তুলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে খাদ্য রফতানি করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকার সবচেয়ে কৃষকের বেশী গুরুত্ব দিয়ে কৃষিকে এগিয়ে নিতে কাজ করছে বলেও জানান তিনি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি