ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু, চার নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪০, ৫ জুলাই ২০২৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই বেদিতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে নির্মিত এই ম্যুরালের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।

এসময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা চেয়ারম্যান আসলাম জুয়েলের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রজন্মের কাছে বাংলাদেশ অভ্যুদ্বয়ের দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ৩২ লাখ টাকা ব্যয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ এই প্রকল্প বাস্তবায়ন করে ।
      
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি