ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ১৮ জুলাই ২০২৩

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ মুন্নি

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ মুন্নি

কলারোয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই গৃহবধূ কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার বেলা ১টার দিকে উপজেলার পরানপুর মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত গৃহবধূ মুন্নি জানান, প্রেম সম্পর্কে উপজেলার আলাইপুর গাজীপাড়া এলাকার শহর আলী গাজীর ছেলে সোহাগ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে পরিবারের সবাই এই সম্পর্ক মেনে নেয়। এরপর থেকে প্রায় সময় স্বামী সোহাগ যৌতুক দাবি করে মারধোর শুরু করে। এক পর্যায়ে ২ লাখ টাকায় একটি মোটরসাইকেল কিনে দেয়া হয় তাকে। এরপরে পুকুরে মাছ ছাড়ার জন্য নগদ ৭৫ হাজার টাকা দেয়া হয়। 

এর কিছু দিন পরে গলার চেইন, হাতের রুলী, কাদের দুল, হাতের আংটি খুলে নিয়ে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করে দেয় সে।এখন বাড়িতে ঘর ঠিক করবে বলে আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে কথায় কথায় গায়ে হাত তুলতে থাকে। সোমবার সকালে টাকার জন্য বেধড়ক মারপিট করে জখম করে। 

আহত অবস্থায় তার মা তানজিলা খাতুন এসে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহত মুন্নি তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের ফ্লোরে। এ ঘটনার বিচার দাবি করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন মুন্নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি